নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলার মামলায় পাঁচ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামির সবাই কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মিজানুর রহমান, ইমরুল চৌধুরী ইমন, আজাদ মিয়া, ফয়জুল ইসলাম মাসুদ ও বেলায়েত হোসেন।
আদালতের পেশকার শফিউল আজম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের মধ্যে মিজানুর রহমান ও ফয়জুল ইসলাম মাসুদকে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক ধারায় ইমরুল চৌধুরী ইমন, আজাদ মিয়া, ফয়জুল ইসলাম মাসুদ ও বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিলেন র্যাব কর্মকর্তারা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মাদক আইনে দায়ের করা মামলাটি বিচারাধীন রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর নগরীর পাহাড়তলীর অলংকার মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৭। ওই সময় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমানের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মূলত তাকে ছিনিয়ে নিতেই বাকী কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা করেন।
এ ঘটনায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রহমতউল্লাহ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালতসূত্র আরো জানায়, ২০১৫ সালের ১৬ জুন পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত কমর্তকর্তা চার্জশিট দাখিল করলে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি চার্জগঠন করা হয়।