পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির অভিষেক

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার দেওয়ানবাজারে আলী নেওয়াজ মনজিলে দুই বছর মেয়াদের (২০২৫২০২৭) কমিটির সদস্যদের উপস্থিতিতে নেতৃবৃন্দ অভিষিক্ত হন।

কমিটিতে প্রধান উপদেষ্টা হলেন কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল, সভাপতি সমাজসেবক জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সহসভাপতি মনজুর হোসেন। সাত সদস্যের কমিটির অন্য নেতারা হলেন মহাসচিব সিরাজ মিয়া খন্দকার, যুগ্ম মহাসচিব জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিফাত ফারুক সম্রাট, প্রচার সম্পাদক এস আই বেলাল। নেতৃবৃন্দ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন শাহ আলম নিপু ও কর্নেল (অব:) জিয়া উদ্দিনের দোয়া মাহফিল আজ
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদের পানি ছাড়া বন্ধ হবে আজ