পশ্চিম তীর-জেরুজালেমে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে দুটি আলাদা ঘটনায় ইসরায়েলি বাহিনী চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলে এ সপ্তাহের নির্বাচনে বৃহস্পতিবার চূড়ান্ত ফল ঘোষণায় সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় নাটকীয় প্রত্যাবর্তনের মধ্যেই এ সহিংসতা ছড়িয়ে পড়েছে। খবর বিডিনিউজের।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীরে ইসরায়েলের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওদিকে, জেরুজালেমের ওল্ড সিটিতে আলাদা আরেকটি ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকি দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান চলার সময়। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের যোদ্ধাও আছে। জেনিনের ইসরায়েলি অভিযানে আরও ৪ ফিলিস্তিন আহত হওয়ার কথাও জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সামপ্রতিক সহিংসতার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিম তীরের বিভিন্ন শহরে ইসরায়েলের জোরদার সামরিক হামলা পুরোপুরি একটি বিস্ফোরক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফিরে আসার আর কোনও পথ থাকবে না। ৪ ফিলিস্তিনি হত্যার ঘটনাগুলো পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সমপ্রতি ঘটে যাওয়া কয়েকটি সহিংসতার ঘটনার মধ্যে সর্বশেষ।

পূর্ববর্তী নিবন্ধগণছাঁটাইয়ের অভিযোগে টুইটারের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধরুশ হামলায় ইউক্রেনের ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন : জেলেনস্কি