পশ্চিম গুজরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারে আর্থিক অনুদান

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

রাউজান কাগতিয়ায় ২২টি অগ্নিদুর্গত পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগদিয়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সমাজের দুর্গত মানুষের কল্যাণে যারা অবদান রাখেন তারা অমর হয়ে থাকে চিরকাল।
গত রোববার পশ্চিম গুজরা ইউনিয়নের গোলজারপাড়ায় অগ্নিকাণ্ডে বাড়িঘর হারা ২২ পরিবারের প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেন এলাকার দানশীল ব্যক্তি ডা. সৈয়দ নুর মোহাম্মদ।এতে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, সমাজের স্বচ্ছল ব্যক্তিরা দুর্গতদের সহায়তায় এগিয়ে এলে কোনো মানুষ অভাবগ্রস্ত থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সৈয়দ নুর মোহাম্মদ। তিনি অগ্নিদুর্গতদের দেয়া এই সহায়তার পাশাপাশি স্থানীয় মসজিদের অজুখানা নির্মাণে এক লাখ ও বিনাজুরী স্কুল এণ্ড কলেজের উন্নয়নে আরো ১৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, সমাজসেবক সিরাজুল হক মাস্টার। যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, জামাল উদ্দিন, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুয়াবিল সিদ্ধাশ্রমে মঠে ধর্মসভা
পরবর্তী নিবন্ধভাসানচরের রোহিঙ্গারা ভালো আছেন