রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে মা সমাবেশ গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ মিলানায়তনে ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা নিকসন চৌধুরী। তিনি সমাবেশে উপস্থিত নারীদের মাতৃকালীন স্বাস্থ্য সচেতনতা ও সন্তান জন্মদানে সিজার পদ্ধতি পরিহার করে অভিজ্ঞ ধাত্রিদের স্মরণাপন্ন হতে আহ্বান জানান। উপজেলা তথ্য কর্মকর্তা কেকা বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবক কর্মকর্তা মনির হোসেন।