পশ্চিম গুজরায় জগদ্বাত্রী পূজা ৯ নভেম্বর শুরু

| বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরায় জগদ্বাত্রী পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে জগদ্বাত্রী মায়ের পূজা উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহাজন। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনে পুরোহিত শিব শংকর ভট্টাচার্য্যের গীতা পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালায় ১ম দিন ৯ নভেম্বর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় জগদ্বাত্রী শিল্পীগোষ্ঠী ও রাতে ধর্মীয় পাল্টা কীর্তন পরিবেশনায় কবিয়াল জিনুক সরকার ও কংসরাজ দত্ত। ১০ নভেম্বর শ্রীমদ্ভগবদগীতাপাঠ পরিবেশনায় অলক দেবনাথ ও তাঁর দল এবং সন্ধ্যায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য দেন, সুমন মহাজন, বাপ্পি রাম দাশ, বিশ্বনাথ মহাজন, বিপ্লব দাশ (সাপু), প্রণব কান্তি দাশ, জুয়েল মহাজন, দিলিপ মহাজন (জোনা), যিশু মহাজন, রাসেল দাশ, জয় মহাজন, সাজুরাম দাশ, গৌরপদ মহাজন, প্রদীপ কান্তি মহাজন, সুজন মহাজন, দোদুল দাশ (রবি) ও রাহুল দাশ। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহাজন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় প্রবাসীকে প্রাণনাশের হুমকি
পরবর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণ কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু