পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে গুরুতর

পুতিনের হুঁশিয়ারি

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবার উজবেকিস্তান সফরকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর বাংলানিউজের।

রুশ প্রেসিডেন্ট বলেন, সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ইউরোপে, বিশেষত ছোট দেশগুলোতে, তারা কী নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং সেসব দেশ ঘনবসতিপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, চলছে ভোট
পরবর্তী নিবন্ধরাফায় ইসরায়েলি অভিযান এখনও সীমালঙ্ঘন করেনি : যুক্তরাষ্ট্র