পলোগ্রাউন্ড স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম। শিক্ষিকা রফরফের নূর ছিদ্দিকার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সিডিএ কল্পলোক আবাসিক শাহী মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এমরানুল হক সাইয়েদ। আলোচক ছিলেন শিক্ষক এসএম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য মো. আবদুল মান্নান, টেরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মুহাম্মদ আলমগীর, সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও সদস্য ফাতেমা তুজ জোহরা।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আবদুল মোন্‌এম, শিক্ষক মো. মেজবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, মোহাম্মদ যাহিদুল ইসলাম ও মো. শাহিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মো. আবীর, জোহান মোবারক ও মনি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্কাউটস এর সমাবেশ ও তাঁবু জলসা
পরবর্তী নিবন্ধবৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে