আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সামনে রেখে রাউজানের ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে করিম চৌধুরী বলেছেন ওই সমাবেশে আমাদের উপস্থিতির মাধ্যমে জানান দিতে হবে রাউজান থেকে উপস্থিত হয়েছে সর্বাধিক মানুষ। সবার আগেই মঞ্চের সামনে অবস্থান নিয়ে নেত্রীকে বলতে হবে আমরা এসেছি বিএনপি- জামাতের সকল ষড়যন্ত্র রুখে দেয়ার শপথ নিয়ে। গতকাল শনিবার রাউজান কলেজের ফজলে করিম চৌধুরী হল রুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি ঘোষনা দেন রাউজান থেকে ওই মহাসমাবেশে ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহসভাপতি সিরাজদ্দৌল্লাহ, মিরশ্বরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মঞ্জুরুল আলম চৌধুরী, ইউনুছ গণি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমদ, আবদুর রহমান চৌধুরী, প্রিয়োতোষ চৌধুরী, নুরুল আবসার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নিজাম উদ্দিন আহমদ, রোকন উদ্দিন, বাবুল মিয়া প্রমুখ।