পলোগ্রাউন্ডের গণজোয়ার রাজপথ থেকে গলিতে উছলে পড়বে

প্রচারণা কর্মসূচিতে আ. লীগ নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভায় জননেত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবারও নগরীর বিভিন্ন এলাকায় সুসজ্জিত খোলা ট্রাকে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

প্রচারণাকালে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, প্রিয় নেত্রীর আগমণ উপলক্ষে চট্টগ্রামবাসীর মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে আগামী রোববার তা গণজোয়ারে পরিণত হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ কেবল আওয়ামী লীগের নেতা নন, তিনি বিশ্বের আশাবাদী মানুষের প্রেরণা। তিনি চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেয়ার ঘোষণা দিয়ে ২০০৮ সালে আমাদেরকে আশান্বিত করেছিলেন, শুধু তাই নয়। তিনি চট্টগ্রামের উন্নয়নে আমাদের আশাকেও ছাপিয়ে বহুগুণ উন্নয়ন করে দেখিয়েছেন। তাই তার শুভাগমণে পলোগ্রাউন্ড কেবল জনসমুদ্রে পরিণত করা হবে তা নয়, এ জনসমুদ্রের গণজোয়ার শহরের রাজপথ ছাপিয়ে অলিগলিকেও পরিপূর্ণ করবে বলে আমরা আশাবাদী। এ লক্ষ্যে আমরা আগামী ৩ তারিখ পর্যন্ত ব্যাপক প্রচারণা চালিয়ে যাব।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, রোটারিয়ান ইলিয়াছ, এস. এম আনোয়ার মির্জা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিরাজুল ইসলাম, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় প্রেস ক্লাব থেকে ট্রাক যোগে নগরীর বিভিন্ন স্থানে প্রচার কার্য পরিচালনা করা হবে। উক্ত প্রচার অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ নূতন চন্দ্র সিংহের ১২২তম জন্মদিবস আজ
পরবর্তী নিবন্ধআজ ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি