পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের লিফলেট বিতরণ ও মাইকিং

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা।

গতকাল মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় বিভিন্ন বাজারে এই জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এ সময় মানুষকে পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙ্গা, পাটের ও কাপড়ের তৈরি দীর্ঘদিন ব্যবহার উপযোগী ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এই প্রচার কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কারণ ব্যবহার বন্ধ হলে উৎপাদনও বন্ধ হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান সৃষ্টিতে সক্রিয় উদ্যোগ প্রয়োজন
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল ও নদী দেখাতে হবে : রিজওয়ানা