পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ব্যবহার রোধে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর ও অঞ্চল কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

উপস্থিত ছিলেন জেলা পুলিশ, নগর পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, মেট্রোসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মহানগর ও জেলাউপজেলাসমূহের ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি এবং ছাত্র, এনজিওসহ বিভিন্ন উদ্যোক্তা। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে মর্মে সকল অংশীজনদেরকে অবহিত করা হয় এবং সকলের ব্যক্তিগত ও দাপ্তরিক ক্ষেত্রে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার হ্রাসের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া একই সাথে সকলের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিকৃত মানসিকতার এক বাবা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ