পলিটেকনিক্যাল মোড়ে সিসি ক্যামেরা স্থাপন

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৪০ অপরাহ্ণ

কিশোর গ্যাংয়ের উৎপাত, রাস্তায় চলাচলরত নারী, পথচারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলের লক্ষ্যে নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল মোড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এর উদ্বোধন করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উজ্জামান শাহিন। এসময় উপস্থিত ছিলেন খুলশী থানাধীন ফাঁড়ির ইনচার্জ মো. নোমান, নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকছুদ চৌধুরী, ব্যবসায়ী নোমান খোসরু চৌধুরী, মো. সোহাগ হাসান, মো. ইব্রাহীম খান, মো. রফিক, মো. ইমরান, মো. জাহিদুল হক প্রমুখ। এ সময় সিসিটিভি ক্যামেরা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে ওসি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। বর্তমানে কিশোর গ্যাং চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে রমজানে কঠোর থাকবে ভ্রাম্যমাণ আদালত
পরবর্তী নিবন্ধচসিককে ১০ হাজার মাস্ক দিল ঠিকাদার সমিতি