মেয়েটি ছুটছে, প্রাণপণ..
পেছনে হিংস্র থাবা,
এগিয়ে আসছে
…..ধর্ষণ
…. নিপীড়ন।
মেয়েটি ছুটছে…
যৌবন পেরিয়ে,
প্রৌঢ় পেরিয়ে,
বৃদ্ধ পেরিয়ে,
শৈশবে গিয়ে থামে।
নিরাপদ ভেবে।
না.., নেই সে.. উপায়।
নিরাপত্তা আঁচ পায়নি সে এখানেও।
অতঃপর মাতৃগর্ভের দিকে এগিয়ে চলল।
এ কী!
সেটিও যে আগুনে পুড়ছে,
তাণ্ডব শেষে।
গন্ধ পেয়েছে যে!
কোথায় যাবে মেয়েটি আজ,
ছুটেই চলেছে তবু…
একটি নিরাপদ ঘর
নিরাপদ আশ্রয়
একটি ঠাঁই
ভালোবাসার,
যদি পাওয়া যায়!