পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

হোটেল আগ্রাবাদের সংবাদ সম্মেলনে হাকিম আলী

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

পর্যটন ও টেকসই রূপান্তর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাল ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস পালনকে অধিকতর কার্যকর ও অর্থবহ করতে চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল ব্যাবসার পথিকৃৎ ‘হোটেল আগ্রাবাদ’ এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হোটেলটির মিনি কনফারেসন্স রুমে গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী বলেন, দেশের পর্যটন স্পটগুলোকে দেশীবিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে মিডিয়াকে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পাহাড়, নদী, হাওর, বিল ও সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে অনেক জানা অজানা রহস্যময় সৌন্দর্য। দেশের জেলায় জেলায় রয়েছে অসংখ্য আবিষ্কৃত ও অনাবিষ্কৃত পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন। রয়েছে বৈচিত্রময় সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য। এশিয়ার দেশগুলোর দিকেও যদি তাকাই আমরা দেখি, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের মত দেশগুলো পর্যটন শিল্পের উপর ভর করে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। সৌন্দর্য পিয়াসী ও অনুসন্ধিৎসু পর্যটকদের আমাদের পর্যটনকে পরিকল্পিতভাবে সাজাতে পারলে এবং যতায়াত, বিশ্রাম, খাওয়ার সুবন্দোবস্ত করতে পারলে আমাদের দেশের পর্যটন শিল্পও বৈদেশিক মুদ্রা অর্জনে এবং শক্তিশালী অর্থনীতি গড়তে অনবদ্য অবদান রাখতে পারবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হোটেলের নিবাহী পরিচালক সাইফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম, রুম ডিভিশন ম্যানেজার এম রায়হান কাইছার, হেড অব সেলস সঞ্জয় ভৌমিকসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ে নবীন বরণ