পর্যটন বিকাশে নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন জরুরি

সীতাকুণ্ডে প্রজেক্ট শেয়ারিং মিটিংয়ে বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১১:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, সীতাকুণ্ড ও মীরসরাইয়ে পর্যটন বিকাশে ইপসা ইকোট্যুরিজম প্রজেক্টের কার্যক্রম দেশ-বিদেশে সুনাম বৃদ্ধি করছে। অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা দেওয়া গেলে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের চাকা আরোও সমৃদ্ধশালী হবে। গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ইপসা আয়োজিত প্রজেক্ট শেয়ারিং মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম। প্রজেক্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী ইমাম উদ্দিন খান।
প্রকল্প কর্মকর্তা হাকিম মোল্লা ও সৈকত চন্দ্রপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিক উদ্দিন, সঞ্জয় চৌধুরী, মফিজুর রহমান, মো. সোহেল, মো. আসিফ, মো. হুমায়ুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এক ইউপি সদস্য
পরবর্তী নিবন্ধ‘অনন্য বাংলাদেশ’ এর কমিটি গঠন