পর্যটনের হাত ধরে বদলে যেতে পারে দেশের অর্থনীতির রূপরেখা

ওয়েল পার্ক রেসিডেন্সের বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় এম এ মনছুর

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব পর্যটন দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘পর্যটন শান্তির সোপান’। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ওয়েল পার্ক রেসিডেন্স’ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৮৩০ এক বর্ণাঢ্য র‌্যালি জিইসি মোড় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে হোটেলের ৯ম তলায় অবস্থিত সোনার বাংলা হল রুমে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও চট্টগ্রাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোটেলের জেনারেল ম্যানেজার এম এ মনছুর।

সভায় এম. এ মনছুর বলেন, বাংলাদেশের অপরিসীম নয়নাভিরাম সৌন্দর্য পর্যটকদের হৃদয় স্পর্শ করে। এই দেশটিকে প্রকৃতি দুই হাত খুলে সাজিয়ে দিয়েছে। বাংলাদেশে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনাও তৈরি হয়েছে। বাংলাদেশ যদি পর্যটনের বাজারে টিকে থাকতে পারে, তাহলে পর্যটনের হাত ধরে বদলে যেতে পারে দেশের অর্থনীতির রূপরেখা।

সভায় এম. এ মনুছুর বলেন, বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশী বিদেশী পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুণগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর।

আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রানা মজুমদার, মামুন আল রশীদ, মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ দাশ, রিজাওয়ানুর ইসলাম, মোরশেদুল আলম, তানজির আমীর চৌধুরী, আব্দুল মাবুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৪ দিন পর বান্দরবানে ঝিরি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন