কক্সবাজার সমুদ্র সৈকত শুধুমাত্র দেশের না, পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত। সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসে। কিন্তু নেই সঠিক ব্যবস্থাপনা। বীচ ম্যানেজমেন্ট সৈকতে যাদেরকে ব্যবসা করার অনুমোদন দিয়েছে তারাই পর্যটকদের বেশি হয়রানি করে। সৈকতে এখন আনন্দ করার চেয়ে বেশি বিরক্তিকর হয়ে গেছে। আপনি সৈকতে হাঁটতেছেন, মিনিটে মিনিটে ক্যামেরাম্যান বলবে ভাইয়া/ আপু, ছবি তুলবেন? ওয়েদার কিন্তু সেই! ঘোড়া, বাইক এইসব তো আছেই। এরপর রেস্ট নিতে কিটকট বেঞ্চে বসবেন কিছুক্ষণ পর পর বলবে মাথা ম্যাসাজ করে দিই, এরপর চিপস লাগবে চিপস, ডিম সিদ্ধ ডিম, আমি হিজড়া টাকা দে, এরপর বলবে মাগো বাবাগো আমি ফকির, দশটা টাকা দাও। এইসব শুনতে শুনতে পযর্টক মনে মনে প্রচণ্ড বিরক্ত নিয়ে বলবে ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি! আর কখনোই কক্সবাজার আসবো না।
এই যদি হয় দেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্রের অবস্থা! তা হলে দেশের অন্যান্য পর্যটন এলাকার অবস্থা আর দেখতে হবে না। এই ভাবে মূলত দেশের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়ছে। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মুজিবুল হাসান আরিফ
শিক্ষার্থী, আলিম ২য় বর্ষ
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।












