বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য বিশ্বজিৎ দত্ত ও চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের উপ–কমিটির আহবায়ক রাসেল দত্তের পিতা সমাজসেবক পরিমল দত্ত (৯৫) গত ২৬ জুলাই রাত ১টা ৩০ মিনিটে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুরে বোয়ালখালীর উত্তর কড়লডেঙ্গা গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এসএন তরুণ দে, আহ্লা–কড়লডেঙ্গার ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।