পরিবেশ দিবসে আরকেএস ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন (আরকেএস ফাউন্ডেশন) মানুষকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করছে।

এরই অংশ হিসেবে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ ভিত্তিক লিফলেট বিতরণ ও ঈমাম, খতিবদের বক্তব্যের মাধ্যমে মুসল্লিদের সচেতন করার আহবান জানান আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পি। সম্প্রতি তিনি ইসলামি ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের হাতে লিফলেট তুলে দেন। এ সময় জাহেদুল করিম বাপ্পি বলেন, পরিবেশের ভারসাম্য বিনষ্টে দায়ী মানুষ। আর এই মানুষই পারে পুনরায় এর ভারসাম্য ফিরিয়ে একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করতে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ নিয়ে জনসচেতনতার লক্ষ্যে প্রতিবছর এই দিনে পালিত হয় দিবসটি। বিশ্ব পরিবেশ দিবস২০২৪ এর প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা। অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।’ অর্থাৎ আমরা যে অবিচার করে ভূমি নষ্ট করেছি সেই ভূমির স্বাস্থ্য ফেরাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে জাপানী বিশ্ববিদ্যালয়ের গবেষক
পরবর্তী নিবন্ধআরব আমিরাতের সাথে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সুসম্পর্ক রয়েছে