পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান

কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের সভা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় মানুষ, জীবজন্তু এবং পশু পাখির কল্যাণে কাপ্তাই উপজেলায় গতকাল সোমবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে সুধি সমাবেশ, সচেতনতা মূলক আলোচনা সভা এবং র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। বক্তব্য রাখেন চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যন আক্তার হোসেন মিলন, ওয়াগ্‌গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একসময় প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ছিল। কিন্তু বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য হারাতে বসেছে। বিশেষ করে পরিবেশ ও প্রতিবেশের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। শুধু মানুষকে নিয়ে পরিবেশ এবং প্রতিবেশ নয় উল্ল্লেখ করে বক্তারা বলেন, মানুষের পাশাপাশি সকল প্রকার জীবজন্তু, পশু পাখি, গাছ পালা, নদী নালা খাল বিল, জঙ্গল সব কিছু নিয়েই পরিবেশ ও প্রতিবেশ। কিন্তু আমাদের চারপাশ থেকে অনেক গাছপালা হারিয়ে যাচ্ছে। বক্তারা পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। শেষে এক র‌্যালি উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা
পরবর্তী নিবন্ধনজরুল সংগীত মানুষের ভাবনাকে উন্নত করে