পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার কালারপোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) পিএলসি কর্ণফুলী শাখা। গতকাল মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ সেন।

পটিয়া প্রতিনিধি জানান, ইউসিবির কর্ণফুলী পিএলসি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মহিউদ্দীন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকঅধীর বিশ্বাস, অমল কুমার চক্রবর্তী, মুখলেসুর রহমান, শ্যামল দত্ত, মো. আলমগীর, রিটন নাথ, ইউসিবি কর্মকর্তা রাসিফ ইকবাল, রিনা আক্তার, মহি উদ্দীন খান। প্রধান অতিথি বলেন, বৃক্ষ হলো আমাদের প্রাকৃতিক প্রাণবৈচিত্র রক্ষার অন্যতম উপাদান। প্রতিটি দেশের জন্য ২৫ ভাগ বনভূমি থাকা জরুরী। গাছপালার অভাবে আজ প্রাণ প্রকৃতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আমাদের বেশী বেশী বৃক্ষরোপনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া প্রকৃতির রূপ আবারো ফিরিয়ে আনতে হবে। সরকারের নির্দেশিত নিয়মে বৃক্ষরোপণ করে দেশ সবুজে শ্যামলে ভরপুর করতে হবে।

এনএনকে ফাউন্ডেশন: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে পোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গাছের চারা রোপণ ও বিতরণ গত সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ফাতেমা নাছরীন নূর। প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড ও ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা উৎস দাশ। যুবলীগ নেতা টিপলু নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ছৈয়দুল আলম তালুকদার, সম্ভু নাথ, অধ্যক্ষ মাহনূর তাসনিম, কাজী মোহাম্মদ জসিম, সাজ্জাদ হোসেন নাসু, মোহাম্মদ আলী, মফিজুর রহমান খান, সোহেল রানা, ইকবাল হোসেন সবুজ, আয়শা আক্তার, টিপু ওয়াহিদ, বিরাজ দাশ সাজু প্রমুখ। শেষে স্কুল শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খালেদ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরীয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধআজাদী বাজার মাদ্রাসার মুহতামিমকে ৬ মাসের অব্যাহতি