পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান

চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে উপাচার্য

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

চবি এ. এফ. রহমান হলের উদ্যোগে গতকাল বুধবার হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। এসময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, হলের প্রভোষ্ট প্রফেসর ড. মো. আলী আরশাদ চৌধুরী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, বৃক্ষ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। অপরিকল্পিত ও দ্রুত নগরায়নের ফলে সর্বত্র চলছে বৃক্ষনিধন, যার ফলশ্রুতিতে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতির মোকাবেলায় বিশ্বব্যাপী পবিবেশবিদরা সবুজায়নের উপর গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর নির্দেশ প্রদান করেছেন। তিনি বৃক্ষরোপনের মাধ্যমে একটি সবুজশ্যামল দেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে উপাচার্য সকলকে সাথে নিয়ে হল প্রাঙ্গণে নিমগাছের একটি চারা রোপণ করেন। চবি এ. এফ. রহমান হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫৬টি গাছের চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদ উৎসব-কোরবানি অফার ক্যাম্পেইনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও হাটহাজারীতে নানা আয়োজন