মীরসরাইয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা সানজিদ তপু বলেন, বৃহস্পতিবার আমি মা ও স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম গিয়েছিলাম একটি দাওয়াতে। শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভাঙা। ভেতরের অবস্থা আরও খারাপ। আলমারি ভেঙে মালামাল তছনছ করে যত্রতত্র ফেলে রাখা হয়েছে। ঘরের আসবাবপত্র সবই এলোমেলো। আলমারিতে রক্ষিত ১ লাখ টাকা এবং মা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণসহ মূল্যবান সবকিছুই নিয়ে যায় চোরচক্র। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রদান করলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক রতন কান্তি দে বলেন, চুরির বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।












