পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে নগদ টাকা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১১ অপরাহ্ণ

রাউজান পৌর এলাকায় পথেঘাটে পড়ে থাকা পলিথিন ও প্লাস্টিকের বোতল কুড়িয়ে এক বস্তা জমা দিলেই পৌরসভা থেকে দেয়া হবে নগদ একশ’ টাকা।
গত ১ জানুয়ারি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এই ঘোষণা দেয়ার পর টোকাই শ্রেণির মানুষকে এই সুযোগ লুফে নিতে রাস্তাঘাট থেকে পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের বোতল কুড়িয়ে বস্তা ভর্তি করতে দেখা গেছে। পৌর কাউন্সিলর জানে আলম জনি বলেছেন পরিবেশ রক্ষায় অপচনশীল পদার্থ রাস্তাঘাট, কৃষিজমি থেকে সরিয়ে নিতে এই কর্মসূচি হাতে নিয়েছেন মেয়র। এর আগে ক্ষতিকারক এসব পদার্থসহ দোকান, বাড়িঘর থেকে বর্জ্য সংগ্রহ করতে পৌর এলাকার বিভিন্নস্থানে প্রায় ৩শ’ ডাস্টবিন বসানো হয়েছে।
এ প্রসঙ্গে মেয়র পারভেজ বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলাকে পরিচ্ছন্ন রাউজান ঘোষণা করেছেন। তার নিদেশনায় পৌর এলাকাকেও ময়লা আবর্জনামুক্ত করতে প্রাথমিকভাবে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামীতে পরিত্যক্ত বজ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার মাধ্যমে আয়বর্ধক উপকরণ তৈরির পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১৫ হাজার শীতার্ত মানুষ পেল কেডিএস গ্রুপের কম্বল