পরিচয় মিললো নগরীতে খালে পড়ে মারা যাওয়া তরুণের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ শুঁটকি পল্লী এলাকায় কলাবাগিচা খালে পড়ে মারা যাওয়া তরুণের পরিচয় মিলেছে। ২৭ বছর বয়সী ওই তরুণের নাম আজিজুল হাকিম ইমন। সে নগরের ২৫ নম্বর রামপুরা ঈদগাঁ এলাকার কাজী মো. ইকবাল ও রহিমা বেগম দম্পত্তির সন্তান। ইমন ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত দুই বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিল সে।

গত সোমবার বিকেলে খালে পড়ে যান ইমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মধ্য রাতে ফেসবুকে ইমনের ছবি দেখে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। রাতেই তারা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী সাংবাদিকদের বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত দুই বছর ধরে ইমন মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে ঘর থেকে বের হয়েছিলেন হজে যাওয়ার কথা বলে। তার সঙ্গে ব্যাগ বা কোনো কিছুই ছিল না। এর আগেও ছেলেটি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।

এর আগে সোমবার তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছি। ওই যুবককে একা হেঁটে খাল পাড়ে যেতে দেখা গেছে।

তিনি প্রস্রাব করতে খালের একদম ধার ঘেঁষে বসেন। এরপর কি মাথা ঘুরে, স্লিপ করে না কি বাতাসে খালে পড়ে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সুরতহালে শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন মেলেনি। হয়ত পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষ, ১০ দিন পর আহত তরুণের মৃত্যু