প্রচারণার সপ্তম দিন গতকাল বৃহস্পতিবার দিনভর নগরের ২৪ নং উত্তর আগ্রাবাদ ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। গণসংযোগকালে বিভিন্ন স্পটে পথসভায় বক্তব্য রাখেন তিনি। দলীয় কর্মীদের সাথে নিয়ে সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষ প্রতীকে। বিলি করেন প্রচারপত্র। পথসভায় ডা. শাহাদাত হোসেন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরীকে সাজানোর প্রতিশ্রুতি দেন। জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ নিবেন বলেও ঘোষণা দেন তিনি।
তিনি নগরীর উত্তর আগ্রাবাদ ওর্য়াডের বাদামতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন। পরে মৌলভীপাড়া, চৌমুহনী বাজার, হাজিপাড়া, পানওয়ালাপাড়া, আসকারাবাদ, মিয়াবাড়ি, মোল্লাপাড়া, মুহুরীপাড়া, রঙ্গিপাড়া, শান্তিবাগ, বসুন্ধরা হয়ে মুন্সিপাড়ায় গণসংযোগ শেষ করেন। দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের হালিশহর শাপলা ক্লাবস্থ জিলানী টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করে বেপারীপাড়া সিডিএ আবাসিক মাজার, বলির পাড়া, সিডিএ রোড, শিশু হাসপাতাল, শিশু পার্ক, আবিদর পাড়া হয়ে লাকি প্লাজার মোড়ে এসে পথসভায় মিলিত হন। গণসংযোগকালে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না, যার যখন যেখানে ইচ্ছে সেটা নির্মাণ করছে। আগামী ২০-৫০ বছরের পরিকল্পনা নিয়ে এ শহরের উন্নয়ন করতে হবে। ফ্লাইওভার, এলিভেটেড এঙপ্রেসওয়েসহ এসব পরিকল্পিত উন্নয়ন করতে বিশেষজ্ঞ ও স্থানীয় সেবা সংস্থার সমন্বয় করবো।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামে নাগরিক সুবিধা বলতে কিছুই নাই। বর্ষা মৌসুমে অতি বৃষ্টি ও জোয়ারের কারণে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায়। চট্টগ্রামে আর বসবাস করা যাবে না। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে ডা. শাহাদাত উল্লেখ করে।
গণসংযোগে অংশ নিয়ে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, উন্নয়নের নামে সরকারের নেতাকর্মীরা শুধু পকেট ভারি করেছে। নগরবাসীর কল্যাণে কোনো কাজ করা হয়নি। শিক্ষা, চিকিৎসাসেবা থেকেও মানুষ বঞ্চিত। খাদ্য দ্রব্যের দাম অনেক বেশি। এতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বেশি সমস্যায় পড়েছেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, সদস্য গাজী সিরাজ উল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি ও কাউন্সিল প্রার্থী মো. সেকান্দর, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম ফরিদুল আলম, মহিলা কাউন্সিলর প্রার্থী খালেদা বোরহান, নগর বিএনপি নেতা মাহবুবুল হক, মো. ইকবাল হোসেন, সাবের আহমেদ, বুলবুল আহমেদ, মো. জমির আহমদ, লুৎফুর আলম, নগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী মো. হোসেন, মহানগর যুবদলের সিনিঃ সহ-সভাপতি ইকবাল হোসেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজুল ইসলাম, নগর তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মঞ্জুর মিয়া, এড. সিরাজুল ইসলাম, সেলিম হাফেজ, ছালেহ জহুর, আব্দুর রহমান কোম্পানী, কামাল উদ্দিন সর্দার, মো: শহীদ, হাসান রুবেল, মিজানুর রহমান মোস্তফা, আব্দুল মাবুদ, মিয়া মোহাম্মদ হারুণ, খাইরুল আলম দিপু, মাঈনুদ্দিন রাশেদ প্রমুখ।