পরাজয়ের ইতিহাস

মোহাম্মদ আনিস শাহরিয়ার | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

কেউ বলে চব্বিশ

কারো হিসেবে তার চেয়েও বেশি

পরাজয়ের ইতিহাস কতো বছরের

৫৩ পেরিয়ে ৫৪ এলেও

এখনো জানল না দেশবাসী।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি

বাংলায় ব্যবসার মুখোশে এলো

এরপর শুরু ষড়যন্ত্রের নীল নকশা

মীর জাফর, ঘষেটি বেগমদের চক্রান্তে

সবুজ মানচিত্র হয় কালো।

আলীবর্দির নাতি সিরাজ

বিশ্বাসের পাত্রে যাকেই ঢালে

সেই মিশিয়ে দেয় মরণঘাতী বিষ

ঘরের ইঁদুর বেড়া কেটে

পরাধীনতার পেরেক ঠুকে বাংলার কপালে।

পদ্ম পাতায় যতোই করি পদ্য রচনা

নোনা পানির কাহিনি আজো শেষ হয় না।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি জাতির মুক্তির স্বীকৃতি বিজয় দিবস
পরবর্তী নিবন্ধহে বিজয়