নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ নন্দনকাননের বাসিন্দা কৃষিবিদ নন্দলাল দাশ (৮৪) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার পরলোকগমন করেন। তিনি স্বর্গীয় যাদব চন্দ্র দাশ ও মা স্বর্গীয় বিল্ল বাঁশি দাশের তৃতীয় পুত্র। তিনি কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। মঙ্গলবার রাতে নগরীর বলুয়ার দীঘি পাড়ের অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পার্থ সারথি গীতা শিক্ষা ফাউন্ডেশন, চট্টগ্রামসহ নানা সংগঠন শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি