বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এদের একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এতে বাড়তে পারে বৃষ্টিপাত। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে আগামীকাল সোমবার লঘুচাপে রূপ নিতে পারে। এরপর বুধবার এটি নিম্নচাপে রূপ নিতে পারে। খবর বাংলানিউজের।
অন্যদিকে প্রায় একই সময় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপটি পর্যায়ক্রমে শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর আগামী শনিবার এটি ওড়িষা ও পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পারে।
ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও সেটি বাংলাদেশের উপকূলে আসবে কিনা, তা নিয়ে কিছু জানায়নি দুই দেশের আবহাওয়া অফিস। তবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়া ঝড়গুলোর প্রভাব বাংলাদেশের খুলনা অঞ্চলে পড়ে। এতে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে।