পবিত্র রমজান শুরু

মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘রমজান মাস। যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্যমিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে।’

মুসলিম উম্মাহর জন্য বহু আকাঙ্ক্ষিত মাস রমজান। বছর ঘুরে আবারও এলো ইবাদাতের বসন্ত মাস রমজান। আগের রাতে তারাবি, ভোরে সেহেরি খাওয়ার মাধ্যমে আজ পালিত হচ্ছে প্রথম রোজা। তাকওয়া (খোদাভীতি) ও সংযম অর্জনের মাস এই রমজান। মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয় রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। বছরের অন্য মাসগুলোর তুলনায় অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস রমজান। এ মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন।

ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। যার তৃতীয়টি হচ্ছে মাহে রমজানে রোযা রাখা। রোযা ফার্সি শব্দ। আরবিতে বলা হয় সাওম। যার অভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় ‘সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবারপানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই হল রোযা’। গতকাল শনিবার সন্ধ্যায় দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর আগে গত রাতে এশার নামাজের পর পবিত্র তারাবি নামাজ আদায় এবং ভোর রাতে সেহেরি খেয়েছেন তারা। আজ সূর্য ডোবার সময় ইফতার করবেন তারা।

গতকাল শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল শনিবার বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। সিয়াম ধনীগরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান : গত বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ১ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান পবিত্র কোরআন খতম শেষ করার জন্য দেশের সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতমে তারাবি নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। পবিত্র কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। একই পদ্ধতি অনুসরণ করলে রমজানে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসলিমদের কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে নগরীর সড়কে তিন অ্যাকশন প্ল্যান
পরবর্তী নিবন্ধএক মাস আগের কৃষি জমি এখন ডোবা রাঙ্গুনিয়ায় টপ সয়েল কাটা থামছে না