পবিত্র রমজানে অসামাজিক কার্যকলাপ, চট্টগ্রামে ৫ জন আটক

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে।

কোতোয়ালী থানার ওসি ওবাইদুল হক আজাদীকে বলেন, অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৩ জন পুরুষ ও ২ জন মহিলা সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ জয়ের মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধটেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ২