আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। দিনটি বড় পীর গাউসুল আজম হজরত সৈয়দ আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বা মৃত্যুবার্ষিকী। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে।
দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেছে। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১ তারিখের ফাতেহা শরিফকে বোঝায়।
বড় পীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (র.)-এর স্মরণে এ ফাতেহা পাঠ করা হয়। বড় পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.) হিজরি ৪৭০ সনে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন এবং হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন।