পদ হারালেন প্রাচী

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

পদ হারানোর হিড়িক চলছে দেশজুড়ে। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর অফিস থেকে স্কুল, মসজিদ কমিটি থেকে সাংস্কৃতিক সংগঠন, সর্বত্রই একই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। যে তালিকায় এবার নাম লেখালো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংগঠনটির সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিনেত্রীনির্মাতা রোকেয়া প্রাচীকে।

শৃঙ্খলাভঙ্গের দায়ে সমপ্রতি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানান সাধারণ সম্পাদকনির্মাতা সাজ্জাদ হোসাইন দোদুল। সহসভাপতির পদ হারালেও সাধারণ সদস্য হিসেবে নাম থাকছে প্রাচীর। দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে। বিষয়টি প্রসঙ্গে রোকেয়া প্রাচীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। বলা দরকার, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। সর্বশেষ গত ১৪ আগস্ট জাতীয় শোক দিবসের রাতে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেত্রী। পরিচিত মুখের মধ্যে শুধু তাকেই দেখা গেছে এদিন। সেদিনই তুমুল নিগ্রহের শিকার হয়েছেন এই নেত্রীঅভিনেত্রী। হয়েছেন গুরুতর আহত। এরপর আর তাকে পাওয়া যায়নি। এর আগে, গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহসভাপতি ছিলেন রোকেয়া প্রাচী। সে হিসেবে নতুন কমিটিতে দুই মাসও থাকতে পারলেন না প্রাচী।

পূর্ববর্তী নিবন্ধসাকিব কখনো অমানবিক কাজে লিপ্ত হবে তেমন মনে করেন না মুশফিক
পরবর্তী নিবন্ধমৌসুমী হামিদের ‘কালো হরিণ চোখ’