পদাতিক দেশাত্মবোধের ছোঁয়ায় সোনু-অরিজিতের যুগলবন্দি

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি পরাধীন ও স্বাধীন ভারতে সাধারণ মানুষের সংগ্রাম এবং টিকে থাকার গল্প বলেছেন তার ‘পদাতিক’ সিনেমার ‘তু জিন্দা হ্যায়’ শিরোনামের গানে। প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে তৈরি ‘পদাতিক’ সিনেমার পাত্রপাত্রীদের লুক এবং টিজার প্রকাশের পর এবার সামনে এল গানটি। খবর বিডিনিউজের।

সংগীতশিল্পী সোনু নিগম এবং অরিজিৎ সিংয়ের দ্বৈতকণ্ঠে গাওয়া গানের ভিডিও চিত্রে উঠে এসেছে ভারত এবং মৃণালের কাজের নানা অধ্যায়। গানের কথা লিখেছেন শৈলেন্দ্র, সুর করেছেন সলিল চৌধুরী।

মিউজিক ট্র্যাকটি প্রযোজনা করেছেন সৌমিক চক্রবর্তী। সিনেমায় মৃণাল হয়েছেন চঞ্চল চৌধুরী। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হওয়া সিনেমাটি কিছুদিন আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভালে ‘স্ত্রিন প্লে’ শাখায় শিরোপা জিতেছে। তবে ‘পদাতিক’ মুক্তির তারিখ এখনো জানাননি সৃজিত।

পূর্ববর্তী নিবন্ধহাই ভোল্টেজ লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধঈদে বাংলা ও হিন্দি গান শোনাবেন মাহফুজুর রহমান