পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। বলেছেন, মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। দ্য সানডে টাইমস পত্রিকাকে ওয়ালেস বলেছেন, আগামী সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে সময় শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিয়ে উপনির্বাচনের পটও প্রস্তত করবেন না বলে জানিয়েছেন তিনি। গত চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেন ওয়ালেস। একাধারে তিন প্রধানমন্ত্রীর আমলে দায়িত্ব পালন করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে সাড়া দিয়েছে, তার মুখ্য ভূমিকায় থেকেছেন ওয়ালেস। খবর বিডিনিউজের।

বিভিন্ন সূত্র বিবিসিকে জানিয়েছে, যুক্তরাজ্যে মন্ত্রিপরিষদের পরবর্তী রদবদল হতে পারে সেপ্টেম্বরে। ওই সময় শীর্ষ পদগুলোকে ঢেলে সাজাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে কবে তা করবেন সেই দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। এমন পরিস্থিতিতে বেন ওয়ালেস সম্মুখসারির রাজনীতি থেকে সরে যাচ্ছেন বলে জানালেন। এরপর পরিবারকে সময় দিতে চান তিনি। তার মিত্ররা বলেছেন, ঋষি সুনাকের নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্নের কারণে তিনি পদত্যাগ করছেন না। ওয়ালেস পদত্যাগের চিন্তাভাবনা করছেন এমন জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। এরপরই সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী এই রাজনীতিবিদ তার সিদ্ধান্তের কথা জানালেন।

পূর্ববর্তী নিবন্ধপর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজন হলে ব্যবহার করবো : পুতিন
পরবর্তী নিবন্ধকরোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ