পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরাইলের সেনাপ্রধান

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

ইসরাইলি সেনাবাহিনী আইডিএফের চিফ অব স্টাফ হার্জি হালেভি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। খবর জেরুজালেম পোস্টের। এতে বলা হয়েছে, হালেভি শুধু একাই নন, তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করবেন। খবর বাংলানিউজের।

কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন। চলতি সপ্তাহের শুরুতে হালেভি বলেছিলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যেও আমি দায়ী। আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে, এবং এই মুহূর্তে, কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের শীঘ্রই ‘পতন’ হতে পারে: ম্যাক্রোঁ
পরবর্তী নিবন্ধহোয়াইট হাউসে রমজান-ঈদ উদযাপন বয়কট করবেন মুসলিমরা?