পথ ভুলে নিখোঁজ ৭ শিশু, ১২ ঘণ্টা পর উদ্ধার

বাঁশখালীর পাহাড়ি এলাকা

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

জেলার বাঁশখালীর পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হওয়া ৭ শিশুকে ১২ ঘণ্টা পরে উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গতকাল শনিবার বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ ভোর ৫টায় জঙ্গল জলদির আমেনা পার্ক সংলগ্ন ধুইল্যাঝিরি পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ সাত ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। খবর বাসসের।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলোমাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জমান, কিশোর দাশ, আলজাওয়াহরি, মো. জিনান ও মো. সাঈদ। স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাত বন্ধু মিলে আমেনা পার্কে ঘুরতে যায়। পরে সন্ধ্যা নেমে এলে তারা পথ হারিয়ে ফেলে গহীন জঙ্গলে রাত কাটায়। চেমন আরা নামের এক অভিভাবক জানান, তারা খেলতে যাওয়ার নাম করে জঙ্গল জলদি এলাকায় ঘুরতে গিয়ে পথ ভুলে নিখোঁজ হয়। আমরা রাতে থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। রাতভার অভিযান চালিয়ে আজ ভোরে পুলিশ তাদের উদ্ধার করেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম জানান, সবার প্রচেষ্টায় নিখোঁজ সাত শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এসব শিশুকে অপহরণ করা হয়নি। তারা পথভুলে গহীন পাহাড়ে হারিয়ে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচবির ২ কর্মকর্তা বরখাস্ত একজনের ডিমোশন
পরবর্তী নিবন্ধঐক্য রক্ষা না করলে নতুন ষড়যন্ত্র থামানো যাবে না