পথে নিয়ন্ত্রণ হারা মোটরসাইকেল, আরোহীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৩:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের আনন্দ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোমিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি বন্দর থানাধীন মধ্যম হালিশহর আনন্দ বাজার এলাকার আব্দুর রবের ছেলে। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন মোমিন। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তিনি গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আকাশমনি ও সেগুনগাছ কাটলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধচবিতে রেজিস্ট্রার পদে শিক্ষক চায় না অফিসার সমিতি