রাউজান নোয়াপাড়া পথের হাটের এক ব্যবসায়ীর ক্যাশবক্স থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে এক প্রতারক। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে পথেরহাট ভারতশ্বরী প্লাজার আবুধাবি স্টোরে।
প্রতারক চক্রের হাতে আক্রান্ত ব্যবসায়ী ওহিদুর রহমান বলেন, দুই ব্যক্তি ক্রেতা সেজে তার দোকানে প্রবেশ করেন। তারা একটি বিদেশি ডলার দেখিয়ে সেটি আসল কিনা পরীক্ষা করে দেখতে তার হাতে দেন। তিনি চোখের কাছে নিয়ে কথিত ডলারটি দেখার মাঝে হঠাৎ তার চেতনাশক্তি লোপ পায়।
প্রায় এক ঘণ্টা পর চেতনা ফিরে আসার পর দেখেন তার ক্যাশবক্স খোলা। সেখানে রাখা এক লাখ ৪২ হাজার টাকা নেই। তিনি বুঝতে পারেন যে দুই লোক তার হাতে বিদেশি মুদ্রা পরীক্ষা করতে দিয়েছিল তারাই তাকে অজ্ঞান করে ক্যাশবক্সের টাকা নিয়ে গেছে। এ ঘটনার পর মার্কেটের সিসি টিভি ক্যামরা পরীক্ষা করে দেখলে প্রতারক চক্র ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়। খবর নিয়ে জানা যায়, সমপ্রতি প্রতারক চক্র স্কোপোলামিন নামের এক ধরনের ড্রাগ (শয়তানের নিঃশেষ) ব্যবহার করে বিভিন্ন স্থানে ঘুরে মানুষের মূল্যবান জিনিসসহ টাকাকড়ি লুঠে নিচ্ছে।