পথহারা মাদ্রাসার ছাত্রকে অভিভাবকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

পথহারা মাদ্রাসা ছাত্র শিশু রাহিম ইসলাম প্রকাশ রাহাত হোসেনকে (১১) তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রাহাত খুলশী থানাধীন সেগুন বাগান তালিমুল কুরআন মাদরাসার হেফজ শাখার ছাত্র।

জানা যায়, গত ১২ মে রাত সাড়ে ১১টায় শিশু রাহাত সিটি গেইট এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে মো. ইলিয়াস নামে এক ব্যক্তি তাকে টহল পুলিশের নিকট নিয়ে যান। টহল টিমের ইনচার্জ এসআই আশহাদুল ইসলাম দীর্ঘক্ষণ শিশুটির আত্মীয়স্বজনদের খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে আকবর শাহ্‌ থানায় নিয়ে যান।

এ সময় আকবার শাহ্‌ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী শিশুটির পরিচয় জানার জন্য ডিউটি অফিসার এএসআই শামীম রেজা ও ওয়্যারলেস অপারেটর কনস্টেবল প্রকাশ দে’কে সিএমপির সকল থানায় বেতার বার্তা প্রেরণ করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি টহল টিমকে শিশুটির অভিভাবক খুঁজতেও বলা হয়। একটানা ৪ ঘণ্টা চেষ্টার পর শিশুটির অভিভাবক খুঁজে পায় পুলিশ। পরে টিম আকবর শাহ্‌ শিশুটিকে তার অভিভাকের নিকট হস্তান্তর করে।

রাহিম ইসলাম রাহাত নোয়াখালী জেলার সুধারাম উপজেলার জামাল নগরের কালাদুরাফ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুলতান মিস্ত্রী বাড়ির বেলাল হোসেনের ছেলে। তারা বর্তমানে মাইজদী এতিমখানা সংলগ্ন, ফিরোজ ম্যানশনে থাকে।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের কর্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধআশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন