পথশিশু নিয়ে সরকারি বেসরকারি উদ্যোগ জরুরি

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

আমি বেড়ে উঠেছি গ্রামে। গ্রামের স্কুলে পড়েছি, গ্রামের মাঠে খেলেছি। এখন শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। অফিস থেকে বাসায় ফিরে যাবার সময় চোখে পড়ে পথশিশুদের। কোনো সময় দেখি নেশা করতে, কোনো সময় দেখি খোলা জায়গায় ঘুমাতে আবার কোনো সময় দেখি অস্বাস্থ্যকর খাবার খেতে। ওরা থাকে বস্তিতে, তাদের কোনো জন্মসনদ নেই, স্কুলেও পড়ে না। এ সব কিছু ভালো কিছু বয়ে আনবে না। সরকারি বেসরকারি পর্যায় থেকে কোনো উদ্যোগ না নিলে আমাদের ভবিষৎও ভালো যাবে বলে মনে হয় না ।

তাই এসব পথশিশুদের প্রতি সুদৃষ্টি দেয়ার জন্য সরকার, বিত্তবান ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল্লাহ আল আজাদ

পূর্ব শিকারপুর, হাটহাজারী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅরুণ মিত্র : কবি ও অনুবাদক
পরবর্তী নিবন্ধভালোবাসার নগর চট্টগ্রাম