পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পথশিশু দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্ট গতকাল বৃহস্পতিবার ১৩০ নগরফুলের পথশিশুদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ ও শিশুদের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। রিজিয়ন চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া ও লায়ন সুকান্ত বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫বি৪ এর গভর্নর লায়ন মোসলেউদ্দীন উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন তারেক কামাল, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন লুভনা হুমায়ুন সুমি, সিনিয়র লায়ন নিপু কান্তি বড়ুয়া, জোন চেয়ারপারসন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, জোন চেয়ারপারসন ধনঞ্জয় বড়ুয়া রুবেল। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন সুকান্ত বড়ুয়া, ট্রেজারার লায়ন ঝুমি বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া, লায়ন রনজিত বড়ুয়া রক্তিম, লায়ন তমাল কান্তি বড়ুয়া, লায়ন রনি কুমার বড়ুয়া ,লায়ন রাজ্যশ্রী বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন লায়ন মোসলেউদ্দীন উদ্দিন আহমেদ অপু ক্লাবের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দর শৈশব দিতে পারে আগামী দিনের আলোকময় ভবিষ্যৎ প্রজন্ম। একই সাথে এই দিবসকে লায়ন জেলা ৩১৫ বি ৪ এর আওতায় মুখর পরিবেশে পালন করা হবে। তিনি নগর ফুলের সকল শিশুদের চোখে প্রয়োজনীয় চিকিৎসা করানোর ডিস্ট্রিক্ট থেকে বিনামূল্যে করার অভিপ্রায় ব্যক্ত করেন। ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন, লায়ন ডা. প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী।

লিও ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের লিও ক্লাব সভাপতি লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা, লিও ক্লাব কোষাধ্যক্ষ লিও সুপ্রিয়া বড়ুয়া, লিও শ্রাবণী তালুকদার, লিও শরফর উদ্দিন জীবন, লিও রবিউল হোসেন পিয়াস, লিও সৌরশক্তি বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দুর্বারের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারাল পিএসজি