পথচারীদের ভয় দেখিয়ে ছিনতাই, ৩ জনকে আটকে পুলিশে দিলো জনতা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ থানার শের শাহ মোড়ে পথচারী তিন কিশোরকে ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ধৃতরা হলেন মো. ফয়সাল আহম্মেদ (২৩), মো. জাকির (২০) ও মো. ইউসুফ (২৪)

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা জানান, মনির হোসেন, জিহাদ ও জাহাঙ্গীর নামের তিন কিশোর বাসায় ফেরার পথে শের শাহ মোড়ে তাদের আটকিয়ে তিন ছিনতাইকারী ভয় দেখিয়ে চড়থাপ্পর মেরে তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পাশাপাশি মোবাইলগুলোও উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। ধৃতদের মধ্যে ফয়সালের বিরুদ্ধে ১০টি এবং ইউসুফের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদিনে স্কেভেটর লুকানো থাকে ঝোপঝাড়ে, স্বরূপে ফিরে আসে রাতে
পরবর্তী নিবন্ধপটিয়ায় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত