পথচারীকে ভয় দেখিয়ে মোবাইল ছিনতাই ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চট্টগ্রাম ক্লাবের পেছনে এক পথচারীকে ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মো. সালমান (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালমান খুলশীর মতিঝর্ণা এলাকার মৃত মো. শহিদের ছেলে। সে ওই এলাকায় লুৎফুর রহমানের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চট্টগ্রাম ক্লাবের পেছনে ফুটপাত দিয়ে পথচারী নিরব গাইন (১৭) হেঁটে লালখান বাজার মোড়ে যাচ্ছিলেন। এসময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ভয় দেখিয়ে মোবাইল ফোন নিয়ে নেয়। পরে ভুক্তভোগী নিরব গাইন কোতোয়ালী থানায় অভিযোগ জানালে রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের পাশ থেকে ঘটনার সঙ্গে জড়িত মো. সালমানকে গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচরলক্ষ্যার সাবেক ইউপি সদস্য আলমগীর ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগাড়ি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার