পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক লীগের এক বর্ধিত সভা গতকাল শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসেনের সঞ্চালনায় সভায় ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানার সাধারণ সম্পাদকের শূন্য পদে মো. জাহেদ হোসেনকে কো-অপ্ট এর মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়। এতে জাতীয় শ্রমিক লীগের সদ্য ঘোষিত কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়ায় সফর আলী, বখতেয়ার উদ্দীন খানকে সংবর্ধনা প্রদান এবং দ্রুত আঞ্চলিক শ্রমিক লীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন সুলতান গিয়াস উদ্দীন, নুরুল হক, নুর আহাম্মদ, নুরুল আবছার, আলী ওসমান, মো. ইদ্রিছ, মো. ইলিয়াছ, আবু তৌহিদ খান, বাশার খান, মো. ইদ্রিছ, আবুল হোসেন, কাসেম মোল্লা, শেখ মো. আইয়ুব, কামাল উদ্দীন চৌধুরী, এস এম মহিউদ্দীন, ইকবাল হোসেন, মনির হোসেন, মো. মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।