পতেঙ্গা সৈকতে প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তাদের দাবি সৈকতে ব্যবসা করা প্রকৃত দোকান মালিকদের যেন জেলা প্রশাসনের পুনর্বাসন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বুধবার (২৭ মার্চ) বেলা ১২ টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের তালিকায় পতেঙ্গা সমুদ্র সৈকতে কার্ডধারী প্রকৃত দোকান মালিকদের নাম পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির মাধ্যমে অন্তর্ভুক্ত করার জন্য আবুল আহহ্বান জানাচ্ছি। পাশাপাশি সীবিচের সৌন্দর্য্য হানির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মানবনন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান, মোহাম্মদ হোসেন, মো. ইলিয়াস, মো. এনামুল হক এনাম, মো. ইখতিয়ার, সাজ্জাদ হোসেন, মো. সোলেমান, ফয়সাল, অপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার পরৈকোড়ায় দোল উৎসব উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন