পতেঙ্গা সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৮:২৩ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে সৈকতে মরদেহটি ভেসে উঠতে দেখা গেলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিকাল ৩ টার দিকে অজ্ঞাত ব্যক্তির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঘুমে থাকায় বেশীরভাগ আহরণকারী ডিম সংগ্রহ করতে পারেনি
পরবর্তী নিবন্ধভালো খাবারের আশায় রোহিঙ্গারা ভারত থেকে এদেশে আসছে