শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নগর ট্রাফিক বিভাগ পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় যাতায়াতের ক্ষেত্রে কিছু নির্দেশনা প্রদান করেছে। সিএমপির ট্রাফিক বিভাগ থেকে ফৌজদারহাট হতে ফৌজদারহাট বাইপাস হয়ে ওয়াই জংশন সি–বিচ রোডে না উঠে সোজা টোল রোড হয়ে ইসহাক ডিপো দিয়ে শহরে প্রবেশ করতে বলা হয়েছে। এছাড়া দুপুর ২টা থেকে প্রতিমাবাহী গাড়ি ব্যতীত সাধারণ যাত্রীদের গাড়ি এলিভেটেড এঙপ্রেসওয়ে হয়ে পতেঙ্গা না আসার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে যারা এয়ারপোর্ট গমনাগমন করবেন এলিভেটেড এঙপ্রেসওয়ে ব্যবহার না করে নিচ দিয়ে সল্টগোলা–ইপিজেড–সিমেন্ট ক্রসিংয়ের বামে পদ্মা–যমুনা অয়েল–বোট ক্লাব হয়ে এয়ারপোর্ট প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।