পতেঙ্গা বুস্টিং পাম্প স্টেশনের উদ্বোধন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

আজ শনিবার ‘পতেঙ্গা বুস্টিং পাম্প স্টেশনের’ উদ্বোধন। এর মধ্যদিয়ে মদুনাঘাট শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্পে উৎপাদিত দৈনিক ৯ কোটি লিটার পানি থেকে সাড়ে ৪ কোটি লিটার পানি ইপিজেড-বন্দর-পতেঙ্গা এলাকাবাসী পেতে যাচ্ছে। আজ দুপুর ১২টায় হোটেল রেডিসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এই বুস্টিং পাম্প স্টেশনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এর আগে মন্ত্রী ও সিনিয়র সচিব সকাল ১০টায় রাঙ্গুনিয়াস্থ শেখ হাসিনা পানি শোধনাগার ইউনিট-২ পরিদর্শন করবেন। নগরীর সর্ব দক্ষিণে অবস্থান পতেঙ্গা উপকূলীয় এলাকার। পতেঙ্গাসহ বন্দর-ইপিজেড এলাকায় এতদিন ওয়াসার পাইপ লাইন থাকলেও এলাকাবাসী নিয়মিত পানি পেত না। পানির জন্য হাহাকার লেগে থাকত সারাবছরই। বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ওয়াসা চিটাগাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের অধীনে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পটি গ্রহণ করে। মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন ৯ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে। এই প্রকল্পের অর্ধেক পানি (সাড়ে ৪ কোটি লিটার) ইপিজেড এলাকা-বন্দর এলাকা এবং পতেঙ্গা এলাকায় সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পরিসংখ্যান দিবস আজ
পরবর্তী নিবন্ধমানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই ধর্মের মূলকথা